ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মুক্তিযোদ্ধাদের জমি রক্ষায় গৃহায়ণ কর্তৃপক্ষকে স্মারকলিপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৯, জানুয়ারি ২৩, ২০২৫
মুক্তিযোদ্ধাদের জমি রক্ষায় গৃহায়ণ কর্তৃপক্ষকে স্মারকলিপি

ঢাকা: পতিত স্বৈরশাষক শেখ হাসিনার দোসরদের কবল থেকে জমি-ফ্ল্যাট উদ্ধারের দাবিতে গৃহায়ণ কর্তৃপক্ষের কাছে স্মরকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধারা।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকার সেগুনবাগিচায় গৃহায়ণ ভবন চত্বরে মানববন্ধন থেকে বলা হয়, ৫ আগস্টের পর রাকিন-বিজয় সিটির ফ্ল্যাট বিক্রি বন্ধ রাখতে গৃহায়ণ কর্তৃপক্ষকে চিঠি দেবার পরও প্রায় দুই শতাধিক ফ্ল্যাট বিক্রি করা হয়েছে, যা সম্ভব হয়েছে গৃহায়ণ কর্তৃপক্ষের সহায়তায়।

এর আগে স্বৈরাচারের দোসর ও ভুয়া মুক্তিযোদ্ধার কবল থেকে মুক্তিযোদ্ধাদের ১৬ একর জমি রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নেতারা।

স্মারকলিপি দিতে আসা বীর মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর আমরা চিঠি দিয়ে গৃহায়ণ কর্তৃপক্ষকে ফ্ল্যাট বিক্রি বন্ধ রাখার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু গৃহায়ণ কর্তৃপক্ষ তা অমান্য করেই প্রায় আড়াইশ’ ফ্ল্যাট বিক্রিতে সহযোগিতা করেছে।

নজরুল ইসলাম বলেন, পতিত স্বৈরশাসক হাসিনা ও তার মন্ত্রী, এমপি, আমলার সহযোগী ভুয়া মুক্তিযোদ্ধা কুখ্যাত মোর্শেদুল আলম ও তার সহযোগীদের নির্যাতনে দুজন মুক্তিযোদ্ধার মৃত্যু হয়। আমরা এই হত্যার দৃষ্টান্তমূলক শান্তি দাবি করছি।

তিনি অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের নাম ভাঙিয়ে জালিয়াতি এবং জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি গ্রেপ্তার অমুক্তিযোদ্ধা মোর্শেদুল আলমের জামিন বাতিল করেছেন আদালত। মুক্তিযোদ্ধাদের অভিযোগ, স্বৈরশাসকের থাবা কতটা ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ অমুক্তিযোদ্ধা মোর্শেদুল আলম। গণহত্যা মামলায় কারাগারে থেকেও প্রকৃত মুক্তিযোদ্ধাদের হুমকি দিয়ে যাচ্ছেন মোর্শেদুল আলম ও তার সহযোগীরা।

মানববন্ধনে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির বেলায়েত হোসেন, আবদুস সাত্তার, মোছাদ্দেক হোসেন খান প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।