বগুড়া: হত্যা, অস্ত্র, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের দেড় ডজন মামলায় বগুড়ার শাজাহানপুরের ‘নুরু বাহিনী’র প্রধান মো. নুরুজ্জামানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একটি আবাসিক হল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নুরুজ্জামান বগুড়া শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও মাঝিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছিলেন।
জানা গেছে, শাজাহানপুর উপজেলা সদরের মাঝিড়া থেকে বনানী, ফুলতলা, নয়মাইল, আড়িয়াবাজার, সাবরুলসহ উপজেলাজুড়ে নুরু বাহিনীর দৌরাত্ম্য ছিল। নির্যাতনের ভয়ে তাদের অপকর্মের কথা বলতে সাহস পেত না কেউ।
জাবির শিক্ষার্থীরা গত বুধবার বিকেলে নুরুজ্জামানকে আটক করে আশুলিয়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেন। খবর পেয়ে তাকে সাভার থেকে আনতে শাজাহানপুর থানা পুলিশের একটি দল পাঠানো হয়। বৃহস্পতিবার ভোরের দিকে তারা থানায় এসে পৌঁছায়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল ওয়াদুদ বলেন, নুরুজ্জামানের নামে ৫ আগস্টের আগে ১৩টি মামলা ছিল। পরে বগুড়া সদর থানায় দায়ের হওয়া বেশ কয়েকটি হত্যা মামলায় নুরুজ্জামান এজাহারনামীয় আসামি। সব মিলিয়ে তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, পুলিশের ওপর হামলা, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের দেড় ডজন মামলা রয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসআরএস