ঢাকা: রাজধানীতে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) খিলগাঁও এবং তেজগাঁও থানা পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার পাঁচজন হলেন- পটুয়াখালী জেলার বাউফল থানা ছাত্রলীগ কর্মী মো. আবির হোসেন (১৯), পটুয়াখালী জেলার বাউফল থানার কনকদিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী আকিদুল ইসলাম সানজিদ (২০), মতিঝিল থানার ৮ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান (২৬), মতিঝিল থানার ০৯ নাম্বার ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মো. মাসুদুর রহমান ওরফে আরিফুল ইসলাম ওরফে আকাশ (২৮) ও খিলগাঁও থানা সৈনিক লীগের সদস্য মো. আনোয়ার হোসেন বাবু (৪৮)।
তেজগাঁও থানার বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার দুপুর পৌনে ২টায় তেজগাঁও থানাধীন কারওয়ানবাজার পেট্রোবাংলার অফিসের গেটের সামনে রাস্তার ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের অজ্ঞাতনামা বেশ কয়েকজন সদস্য জড়ো হন। তারা সরকারবিরোধী মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তেজগাঁও থানা পুলিশ আওয়ামী লীগের স্লোগান সম্বলিত ব্যানারসহ আবির হোসেনকে হাতেনাতে গ্রেপ্তার করে তেজগাঁও থানা পুলিশ। একই দিন দুপুর আনুমানিক দেড়টায় আকিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অন্যরা বিভিন্ন অলিগলি দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তেজগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলা রুজু করা হয়।
খিলগাঁও থানার বারাত দিয়ে তিনি আরও বলেন, শুক্রবার দুপুরে খিলগাঁও থানা পুলিশ গোপন সংবাদ পায় যে, খিলগাঁও থানায় ১৫ সেপ্টেম্বর ঝটিকা মিছিলের ঘটনায় অংশগ্রহণকারী সন্ত্রাস বিরোধী আইনের সন্দিগ্ধ আসামি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুইজন সদস্য খিলগাঁও থানা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৫টায় খিলগাঁও থানা পুলিশ প্রভাতীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে আরিফুর রহমান ও তাহমিদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে রাত আনুমানিক ৯টায় খিলগাঁও থানা রোড এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এজেডএস/এসসি/আরআইএস