ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মানিকছড়িতে পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ১৫ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, জানুয়ারি ২৪, ২০২৫
মানিকছড়িতে পিকনিকের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, আহত ১৫ 

খাগড়াছড়ি: খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়িতে পিকনিক বাস ও ট্রাকের সংঘর্ষে বাসের অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।  

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ জানিয়েছে, খাগড়াছড়ি পুলিশ লাইন স্কুলের ২৭ জন শিক্ষক-কর্মচারী পারিবারিক পিকনিকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ১৫জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম উল্লেখ জানা যায়নি।

পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ঘটনায় আহতদের মধ্যে কারো অবস্থা গুরুতর নয়। ট্রাকের চালক পলাতক রয়েছে, তাকে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
এডি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।