ঢাকা: চাকরিতে ১০ম গ্রেড চেয়ে আন্দোলনকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা রাজধানীর শাহবাগ থানার অপর পাশে সড়কে অবস্থান নিয়েছেন। আন্দোলনকারীদের ১০ সদস্যের একটি প্রতিধিদল সরকারের সঙ্গে আলোচনা করতে গেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল তারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেওয়ার জন্য পদযাত্রা শুরু করেন। কিন্তু শাহবাগে আন্দোলনকারীদের পুলিশ আটকে দেয়। পরে আন্দোলনকারীদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল সরকারের সঙ্গে আলোচনা করতে যায়।
প্রতিনিধিদলে রয়েছেন মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, মু. মাহবুবুর রহমান, খায়রুন নাহার লিপি, মনিরুল হক, লুৎফুর রহমান, এ টি এম মনীরুজ্জামান, মো. সিরাজুল ইসলাম, আব্দুল মান্নান, বিজয় কর্মকার, শামীমা নাসরীন।
অন্যতম আন্দোলনকারী শামীমা নাসরীন বাংলানিজকে বলেন, আমরা পদযাত্রা করে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চেয়েছিলাম। আমরা চেয়েছিলাম, অবস্থান নিয়ে আজকে একটা আল্টিমেটাম দিতে। কিন্তু শাহবাগে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে। আমাদের আন্দোলনকারীরা সুশৃঙ্খলভাবে শাহবাগে অবস্থান নিয়েছেন।
আরও পড়ুন: প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে প্রাথমিক শিক্ষকদের মিছিল
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৫
জেএইচ