ঢাকা, বুধবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দুই দিন পর ভোলার সব রুটে বাস চলাচল শুরু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৭, জানুয়ারি ৩০, ২০২৫
দুই দিন পর ভোলার সব রুটে বাস চলাচল শুরু  বাস চলাচল শুরু

ভোলা: টানা দুইদিন বন্ধ থাকার পর ভোলার অভ্যন্তরীণ আট রুটে বাস চলাচল শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল থেকে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ডাইরেক্ট ও লোকাল বাস।

বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং  কাউন্টারগুলোতে ভিড় লক্ষ্য করা গেছে। বাসের সঙ্গে সিএনজিসহ অন্যান্য তিন চাকার হুইলারও চলাচল করছে।

এর আগে গতকাল রাতে ভোলায় বাস মালিক সমিতি অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকে সমঝোতা হলে বাস মালিক সমিতি ও সিএনজি শ্রমিকদের এ সিদ্ধান্ত হয়েছে।

এরআগে গত মঙ্গলবার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে ডিপুর ভেতরে সিএনজি রাখা নিয়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ এবং বেশ কয়েকটি বাস ও সিএনজিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পরে রাত থেকে বন্ধ ছিল বাস ও সিএনজি চলাচল।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।