ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৫
আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, গণপিটুনি দিয়ে পুলিশে দিল জনতা ইনসেটে আটক পরান চৌধুরী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন সমর্থক ‘জয় বাংলা’ স্লোগান দেন। এসময় উত্তেজিত জনতা পরান চৌধুরী (৪২) নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

 

রোববার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।  

একই সময় গত ৪ আগস্ট ছাত্র-জনতা হত্যা মামলার কয়েকজন আসামিকে আদালত থেকে পুলিশের প্রিজনভ্যানে তোলার সময় তারাও ‘জয় বাংলা’ স্লোগান দেন। এসময় আদালত প্রাঙ্গণে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।  

প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা।  

আটক পরান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজ চৌধুরীর ছেলে। তিনি সিঙ্গাপুর প্রবাসী ও যুবলীগ কর্মী বলে জানা গেছে। গত ৫ আগস্টের পর তিনি সিঙ্গাপুর পালিয়ে যাবার সময় ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার হন। কারাভোগ করে সম্প্রতি জামিনে বের হন তিনি।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত চার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এদের মধ্যে উল্লেখযোগ্য আসামি হলেন- সদর উপজেলা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম।

এছাড়া ওইসব মামলায় জামিনে থাকা কয়েকজন আসামি আদালতে হাজিরা দিতে আসেন। এদিন তাদের শুনানি ছিল। হাজিরা শেষে গ্রেপ্তার আসামিদের প্রিজনভ্যানে তোলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেয়। তাদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে জামিনে থাকা আসামিরাও একই স্লোগান দেয়। এ নিয়ে আদালত পাড়ায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। উত্তেজিত জনতা দুইজনকে গণপিটুনি দেয়। এদের মধ্যে একজন পালিয়ে যায়, আর পরান চৌধুরী নামে আরেকজনকে আটক করে পুলিশে দেন তারা।  

এদিকে ঘটনার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে লক্ষ্মীপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ল’ ইয়াস কাউন্সিলের আইনজীবীরা বিক্ষোভ-সমাবেশ করেন।  

এসময় বক্তব্য রাখেন, জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আহমেদ ফেরদৌস মানিক ও জেলা জামায়াতের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদসহ অনেকে। এসময় তারা খুনি হাসিনার দোসরদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, আদালত প্রাঙ্গণে পরান নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। তার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।  

বাংলাদেশ সময়: ২৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।