ঢাকা: জনদুর্ভোগ ও জটিলতা কমাতে ভূমি রেজিস্ট্রেশন অফিসকে (সাব-রেজিস্ট্রি অফিস) ভূমি মন্ত্রণালয়ের অধীনে নেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনের প্রতিবেদনের সারসংক্ষেপ থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী।
‘ভূমি রেজিস্ট্রেশন অফিস সংস্কার’ শিরোনামে সুপারিশ প্রতিবেদনে বলা হয়েছে, ভূমি রেজিস্ট্রেশন অফিস বর্তমানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে কাজ করে থাকে। অন্যদিকে, ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন অফিস ভূমি মন্ত্রণালয়ের অধীনে কাজ করে।
ভূমি ব্যবস্থাপনা ও হস্তান্তর সংক্রান্ত দুটি আলাদা অফিস থাকায় জনদুর্ভোগ ও জটিলতা বাড়ে। এমতাবস্থায় এরূপ দ্বৈত ব্যবস্থাপনা বাতিল করে ভূমি রেজিস্ট্রেশন অফিসকে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করার জন্য সুপারিশ করা হলো।
সাব-রেজিস্ট্রি অফিসকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে জমি কেনা-বেচা রেজিস্ট্রি করার ক্ষেত্রে উপজেলা ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে সমন্বয় সাধন সঠিকভাবে হয় না।
সাম্প্রতিককালে ভূমি অফিসে ডিজিটাল পদ্ধতি চালু করা হলেও সাব-রেজিস্ট্রি অফিস এখন পর্যন্ত ডিজিটাল পদ্ধতির আওতায় আসেনি।
এ পরিস্থিতিতে দুটি অফিসকে অবিলম্বে একই মন্ত্রণালয়ের অধীনে এনে সাব-রেজিস্ট্রি অফিসকেও ডিজিটাল পদ্ধতির আওতায় এনে একটিকে আরেকটির সঙ্গে সংযোগ করে দিতে হবে যাতে জমি সংক্রান্ত তথ্য উভয়ের কাজে সহজলভ্য হয়।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
এমআইএইচ/আরএইচ