ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

ধানমন্ডি ৩২ এর পাশে ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৭, আগস্ট ১৬, ২০২৫
ধানমন্ডি ৩২ এর পাশে ককটেল বিস্ফোরণ ফাইল ফটো

ঢাকা: দিনভর উত্তেজনার পর রাজধানীর ধানমন্ডি ৩২ এর পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে ধানমন্ডি ৩২ সংলগ্ন রাসেল স্কয়ারে বাস কাউন্টারগুলোর সামনে এ ককটেল বিস্ফোরণ ঘটে।

পরে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিস্ফোরণের আলামত নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম।

তিনি বলেন, রাত ১০টার দিকে রাসেল স্কয়ারে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে। কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে ঘিরে বৃহস্পতিবার (১৪ আগস্ট) সন্ধ্যার পর থেকে ধানমন্ডি ৩২ নম্বরে উত্তেজনা বিরাজ করছে। সেখানে ওইদিন রাতে ও পরদিন শুক্রবার সারাদিন শেখ মুজিবকে শ্রদ্ধা জানাতে আসা অনেকে স্থানীয় বিভিন্ন নেতাকর্মীদের হাতে হেনস্তার শিকার হন।

এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।