ঢাকা, বৃহস্পতিবার, ২২ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৫
সিরাজগঞ্জে হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার আব্দুল ওয়াহাব

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে হত্যা মামলায় আব্দুল ওয়াহাব (৪৮) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার জানপুর মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার আব্দুল ওয়াহাব সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর থানা আওয়ামী লীগের সদস্য।  

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) প্রণয় কুমার এ তথ্য নিশ্চিত করে জানান, জানপুর মহল্লার একটি ম্যাচ থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহাবকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার ৭৪ নম্বর এজাহার নামীয় আসামি।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।