ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী এপ্রিলে ঢাকায় আসতে পারেন। আমরা উভয়পক্ষ এ নিয়ে কাজ করছি।
এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ধরে নিচ্ছি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসবেন। কবে আসবেন, সে দিন, তারিখ ঠিক হয়নি। তবে আমার অনুমান এপ্রিলের আগে নয়। এখনো হাতে সময় আছে। আমরা কিছু বিষয়ে সিদ্ধান্ত নেবো।
পাকিস্তানের সঙ্গে আমাদের ৫৩ বছরের অমীমাংসিত বিষয় আছে, সেগুলো আমরা উল্লেখ করবো। তবে সম্পর্ক এগিয়ে নিতে আমরা যদি ওই ইস্যুগুলোর প্রতি দাঁড়িয়ে থাকি, তাহলে আমাদের কোনো লাভ নেই। ওদেরও কোনো লাভ নেই। আমরা অবশ্যই আমাদের স্বার্থ রক্ষা ও উদ্ধারের চেষ্টা করবো। পাশাপাশি আমরা পাকিস্তানের সাথে সম্পর্ককে আরেকটি দেশের সাথে সম্পর্ক হিসেবে দেখতে চাই। আমরা তাদের সাথে সম্পর্ক খারাপ হিসেবে দেখতে চাই না। তারা দক্ষিণ এশিয়ার একটি দেশ, সে হিসেবে তাদের সঙ্গে স্বার্থের সম্পর্ক আছে।
উপদেষ্টা বলেন, পাকিস্তানের সাথে জাহাজ চলাচল শুরু হয়েছে। এটা নিশ্চয় পজিটিভ বেনিফিট আছে। আমরা চেষ্টা করবো আমাদের ম্যাক্সিমাম বেনিফিট যেন আদায় করতে পারি।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৫
টিআর/এএটি