ঢাকা, শুক্রবার, ২৩ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে আ. লীগ নেতা নাসিমের বাড়িতে অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫
ফেনীতে আ. লীগ নেতা নাসিমের বাড়িতে অগ্নিসংযোগ

ফেনী: ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনীর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শত শত উত্তেজিত জনতা ফেনীর বিমানবন্দর সড়কে অবস্থিত আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বাড়ি গিয়ে সেখানে বাড়ির সীমানা প্রাচীর ও দেওয়াল ভাঙচুর করে।

পরে বাড়িতে অগ্নিসংযোগ করে।

ফেনী ১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের ফেনী শহরের বাড়ি এটি। বিগত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর দিন বাড়িটিতে উত্তেজিত জনতা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।  

ওই সময় বাড়ির সব আসবাবপত্র ও দরজা জানালা জনতা ভাঙচুর। তখন থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

বিক্ষুব্ধ ছাত্র-জনতা বলেন, আলাউদ্দিন নাসিম ছিল আওয়ামী সন্ত্রাসের হোতা। আওয়ামী লীগের লোকজন তাকে অভিভাবক মানতো। সব অপরাধের কলকাঠি নাড়তেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৫  
এসএইচডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।