ঢাকা, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১, ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০ শাবান ১৪৪৬

জাতীয়

ফ্যাসিবাদী সরকার ভারতকে শুধু দিয়েছে, কিছুই আদায় করতে পারেনি: আসিফ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
ফ্যাসিবাদী সরকার ভারতকে শুধু দিয়েছে, কিছুই আদায় করতে পারেনি: আসিফ 

রংপুর: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, বিগত সময়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকার যারা শুধু বলে গেছে, ভারতকে যা দিয়েছি, আজীবন মনে রাখবে। সত্যিকারে তারা (বাংলাদেশ) ভারত সরকারকে শুধু দিয়েছেই, তিস্তা চুক্তিসহ কিছুই আদায় করতে পারেনি।

তাদের এই পরিস্থিতি নতজানু পররাষ্ট্রনীতির কারণে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা রেলব্রিজ এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে তিনি একথা বলেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শিরদ্বারা উঁচু করে দাঁড়িয়েছে। তিস্তা চুক্তি বাস্তবায়নে, তিস্তা নদীর পানির হিস্যার ক্ষেত্রে ভারতের সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে। সেই সঙ্গে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে কুটনৈতিক চাপ সৃষ্টি করা হবে, যাতে ভারত বাধ্য হয় এই চুক্তিতে স্বাক্ষর করতে।

এসময় কাউনিয়া উপজেলার তিস্তা রেলব্রিজ এলাকায় তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানি মঞ্চে উপস্থিত ছিলেন- অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম তারিকুল ইসলাম, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন, নদী গবেষক অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আতিক মুজাহিদ, আবু সাঈদ লিয়ন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা প্রমুখ।

এর আগে রোববার সকাল থেকেই তিস্তা নদী নিয়ে গণশুনানিতে অংশ নিতে মানুষজন আসতে শুরু করে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের ঢল নামে তিস্তা পাড়ে।  

গণশুনানিতে অংশ নেওয়া মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের বক্তব্য প্রতিশ্রুতি দিয়ে ঝুলিয়ে রাখা নয় বরং বর্তমান সরকারের আমলেই এই মহাপরিকল্পনা বাস্তবায়ন চান তারা।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।