ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় কনস্টেবলের আত্মহত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৪, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
সাতক্ষীরায় কনস্টেবলের আত্মহত্যার অভিযোগ

সাতক্ষীরা: সাতক্ষীরায় ঘরের সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে অনুপম কুমার ঘোষ (২৬) নামে এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায় ভাড়া বাড়িতে গলায় ফাঁস দেন তিনি।



অনুপম বাগেরহাট জেলার চিতলমারী থানার দুর্গাপুর খরমখালি গ্রামের আশীষ কুমার ঘোষের ছেলে। তার কনস্টেবল নম্বর ১১২২।

পুলিশ জানায়, অনুপম ঘোষ সাতক্ষীরা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তিনি রসুলপুর এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া থাকতেন। ডিউটি শেষে শনিবার রাত ২টার দিকে তিনি বাসায় ফেরেন। পরে রাত ৩টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সদর হাসপাতালের জরুরিবিভাগে কর্তব্যরত চিকিৎসা ডা. মারুফ হাসান বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। ধারণ করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

এদিকে অনুপমের বাবা আশীষ ঘোষের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, অনুপম অত্যন্ত বিনয়ী ও ভদ্র ছেলে। সন্তানের মরদেহ গ্রহণে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।