ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৫ তৌহিদ মূর্শেদ অতুল

মেহেরপুর: সর্বশেষ ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদ মূর্শেদ অতুলসহ জেলায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তৌহিদ মূর্শেদ মেহেরপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।


গাংনী থানা পুলিশের অভিযানে আরও গ্রেপ্তার হয়েছেন সদর উপজেলার শিংহাটি গ্রামের আওয়ামী লীগের সভাপতি মানারুল ইসলাম রয়েছেন।
সোমবার (২৪ ফেব্রুফারি) দিবাগত রাতের বিভিন্ন সময় থেকে আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাত পর্যন্ত জেলা পুলিশের বিভিন্ন দল পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
এছাড়া, সদর থানা পুলিশ তিনজনকে এবং মুজিবনগর থানা পুলিশের অভিযানে একজন আসামি গ্রেপ্তার হয়েছেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ও মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব অভিযানে নেতৃত্ব দেন।
মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আক্তার খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।