ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধীর আট নেতা বহিষ্কার

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধীর আট নেতা বহিষ্কার

কুষ্টিয়া: কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আটজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পাঁচজনকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের জেলা শাখার জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়া জেলা আহ্বায়ক হাসিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বহিষ্কৃতরা হলেন-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা যুগ্ম আহ্বায়ক বায়েজিদ খান হিমু, সদস্য ইমরান খান রানা, কুমারখালী উপজেলা সংগঠক আতিকুল হাসান আসিফ, যুগ্ম সদস্য সচিব সাকিব হাসান সাব্বির, সদস্য রায়হান হোসেন, আপন, রাজু আহমেদ, রাতুল রায়হান।  

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বশীলতার ওপর জনসাধারণের অনাস্থার কারণে তাদের সদস্য পদ বাতিল করা হয়েছে এবং সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এয়াড়া, শোকজ করা হয়েছে-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া জেলা সংগঠক আশিক খান, সদস্য সাগর উদ্দিন ও আমির হামজা, কুমারখালী উপজেলা সদস্য সচিব আসাদুজ্জামান খান আলী এবং যুগ্ম আহ্বায়ক কাজল হোসেনকে।  

তাদের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের সঙ্গে অসদাচরণ ও বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।