ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ক্রেতা ঠকানোর অভিযোগে তিন তেল পাম্পকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৬, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ক্রেতা ঠকানোর অভিযোগে তিন তেল পাম্পকে জরিমানা তেল পাম্প

রংপুরের মিঠাপুকুরে ডিজেল, পেট্রল ও অকটেন কম দিয়ে ক্রেতাদের ঠকানোর অভিযোগে তিনটি তেলের পাম্পকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জরিমানাপ্রাপ্ত পাম্পগুলোর মধ্যে- মিঠাপুকুরের গড়ের মাথায় হাসনা পাম্প ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা, মোসলেম বাজার এলাকার রওশন ফিলিং স্টেশনকে ৫০ হাজার ও শুকরারহাট এলাকার মণ্ডল ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) মিঠাপুকুর উপজেলার বিভিন্ন তেলের পাম্প ও দাহ্য পণ্য বিক্রেতা প্রতিষ্ঠানে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিকাশ চন্দ্র বর্মণ।  

পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের কর্মকর্তারা তাকে সহযোগিতা করে।

এ বিষয়ে মিঠাপুকুর ইউএনও বিকাশ চন্দ্র বর্মণ বলেন, প্রত্যেকটি পাম্পে তেল কম দেওয়ার প্রমাণ পাওয়ায় মালিককে এই জরিমানা করা হয়েছে। পরবর্তীতে মাপে কম দেওয়া থেকে বিরত থাকতে ও মূল্য তালিকা প্রদর্শন, ধার্যকৃত মূল্যের অধিক দামে তেল বিক্রি না করা, ভেজাল ও নকল তেল বিক্রি না করার জন্য ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।