পাবনার সদর উপজেলায় ১২টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। একই সঙ্গে চারটি ইটভাটাকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিনব্যাপী সদর উপজেলার চর ভবানীপুর, চর বাঙ্গাবাড়িয়া, ভগীরথপুর ও শানিকদিয়ার এলাকায় এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পরিবেশ অধিদফতর, পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর।
এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, পাবনা জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সার্বিক সহযোগিতায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) রেজওয়ান-উল-ইসলাম।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- চর বাঙ্গাবাড়িয়ার এম এম বি ব্রিকস, এমএমএ ব্রিকস, এইচআরএম ব্রিকস, এমএসবি ব্রিকস, ভবানীপুরের এমকেবি ব্রিকস, এমআরবি ব্রিকস, শানিকদিয়ার এস অ্যান্ড বি ব্রিকস, আরএএফ ব্রিকস, কেএইচবি ব্রিকস, ভগীরথপুর এলাকার এমআরবি ব্রিকস এবং এএইচবি ব্রিকস। আর চর বাঙ্গাবাড়িয়ার পিএমবি ব্রিকস ও এ অ্যান্ড বি ব্রিকস, ভগীরথপুর এলাকার এসএমবি ব্রিকস এবং এমএইচবি ব্রিকস উচ্ছেদ করা হয়।
এসময় পরিবেশ অধিদপ্তর, পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর, পরিদর্শক আব্দুল মমিনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অভিযোগ রয়েছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন ধরে জেলার শতাধিক ইটভাটা ব্যবসা পরিচালনা করে আসছে। জ্বালানি হিসেবে জেলার বিভিন্ন অঞ্চল থেকে গাছের কাটা কাঠ ব্যবহার করছেন। একই সঙ্গে ফসলের মাঠের মাটি ও পুকুর খননের মাটি ক্রয় করে এই ইট তৈরি করা হচ্ছে। জেলা সদরসহ ঈশ্বরদী উপজেলার চর এলাকা লক্ষিকুন্ডা ইউনিয়নে ইটের ব্যবসা রয়েছে রমরমা। এই একটি ইউনিয়নে প্রায় অর্ধশত অবৈধ ইটের ভাটা রয়েছে প্রভাবশালীদের।
এছাড়া জেলা সদরের হেমায়েতপুর, চরভানীপুর, লঞ্চঘাট এলাকা, কোমরপুর সড়কের দুইধারে নদীর পারে এই সব ইটভাটা গড়ে উঠেছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
আরএ