ঢাকা, শুক্রবার, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ শাবান ১৪৪৬

জাতীয়

সীমান্তে বাংলাদেশি যুবককে নির্যাতনের পর ফেলে গেল বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
সীমান্তে বাংলাদেশি যুবককে নির্যাতনের পর ফেলে গেল বিএসএফ বিএসএফের নির্যাতনে গুরুতর আহত বিল্লাল সানা

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলা সীমান্তে নির্যাতনের পর মৃত ভেবে বিল্লাল সানা নামে বাংলাদেশি এক যুব‌ক‌কে ফে‌লে রে‌খে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।  

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১২টার দি‌কে উপ‌জেলার বাঘাডাঙ্গা সীমান্তে টহল চলাকালীন আহত বিল্লাল‌কে প‌ড়ে থাক‌তে দেখেন বিজিবি সদস্যরা।

তারা বিল্লালকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।
 
নির্যাতনের শিকার বিল্লাল সানা খুলনার পাইগাছা উপজেলার খড়িয়া টেমশাখালী গ্রামের আব্দুল মাজেদ সানার ছেলে।

আহতের স্ত্রী জহুরা খাতুন জানান, দীর্ঘ পাঁচ বছর ধরে ভারতের কলকাতার মধ্যম গ্রামে শ্রমিক হিসেবে কাজ করতেন বিল্লাল। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ভারত থে‌কে বাংলাদেশে আসার উদ্দেশ্যে ৭/৮ জন একসাথে বের হন। পরে রাতে বিএসএফ তাদের দেখতে পেয়ে ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও বিল্লাল ধরা পড়েন।  

প‌রে নির্যাতনের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেললে বিএসএফ বিল্লালকে মৃত ভেবে বাংলাদেশ সীমান্তে ফেলে যায়।  

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, বিল্লাল‌কে আশংকাজনক অবস্থায় ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মোবাইলে খবর পেয়ে বিল্লালের স্বজনেরা বিকেলে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।  

মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্ত টহলের সময় গুরুতর আহত অবস্থায় বিল্লালকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।