ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৪, ২০২৫
হাতিরঝিলে চলন্ত গাড়িতে আগুন

ঢাকা: রাজধানীর হাতিরঝিলে একটি চলন্ত গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ বলছে, গাড়ির কোনো ত্রুটি থেকে এ আগুনের ঘটনা ঘটতে পারে।

মঙ্গলবার (৪ মার্চ) দুপুর পৌনে ৩টার দিকে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি চলন্ত প্রাডোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার সময় গাড়িতে থাকা চালক ও মালিক দ্রুত নেমে পড়েন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রাডোতে কোনো ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এদিকে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাংলানিউজকে জানান, দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে হাতিরঝিল এলাকায় দুটি ইউনিট পাঠানো হয়। সেখানে একটি প্রাডোতে লাগা আগুন নির্বাপণ করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৪৫ লাখ টাকা।
তবে আগুনের সূত্রপাত তদন্ত সাপেক্ষে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৫
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।