ঢাকা: যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে দেশটি। বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রস্তুতিও নিয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচন জয়ী হলে বিশ্বের সব দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠাবেন। সে অনুযায়ী অন্যান্য দেশের মতো অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাচ্ছে দেশটি। এ লক্ষ্যে ইতোমধ্যেই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের অবৈধ বাংলাদেশিদের ফেরত নিয়ে বুধবার (৫ মার্চ) সচিবালয়ে একটি আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
সভায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বৈঠকে যোগ দেন।
বৈঠক সূত্র জানায়, অবৈধ বাংলাদেশিদের গ্রহণ করার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তাদের যাতে দেশে ফিরতে কোনো সমস্যা না হয় সেদিকে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ।
বাংলাদেশ নিজ দেশের নাগরিকদের নিতে রাজি। ভারতীয়দের মতো হাত-পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয়, তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে কতজন অবৈধ বাংলাদেশি রয়েছেন, তা এখনো জানায়নি দেশটি।
বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৫
টিআর/এএটি