ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

রংপুরে মুন্না হত্যা মামলা, রিমান্ড শেষে সাবেক এমপি আফতাব কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
রংপুরে মুন্না হত্যা মামলা, রিমান্ড শেষে সাবেক এমপি আফতাব কারাগারে সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় চারদিনের পুলিশি রিমান্ড শেষে নীলফামারীর-১ আসনের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে (৭৬) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (৯ মার্চ) দুপুরে এ আদেশ দেন রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ম আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান।

 

এর আগে চারদিনের রিমান্ড শেষে কড়া পুলিশি পাহারায় আদালতে হাজির করা হয় তাকে।
আসামিপক্ষের আইনজীবী ইফতেখার আলম জামিনের আবেদন করেন। শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পুলিশ পাহারায় কেন্দ্রীয় কারাগার রংপুরে পাঠানোর নির্দেশ দেন আদালত। সেইসঙ্গে আগামী ১৮ মার্চ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য হাজিরার দিন ধার্য করে।

গত ৬ মার্চ বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলীর নেতৃত্বে নগরীর নিউ সেনপাড়া এলাকায় তার ছেলের ভাড়া করা বাসায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার চারদিনের রিমান্ডে নেয় পুলিশ।

গ্রেপ্তার আফতাব উদ্দিন সরকার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের একাধিকবার সংসদ সদস্য ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে। তাকে রংপুরের মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি এই মামলার এজাহারভুক্ত আসামি।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।