ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় দুই তরুণীকে লাঞ্ছিত করা গোলাম মোস্তাকিম রিন্টুকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) দুপুরে মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এই বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ১ মার্চ সন্ধ্যায় মোহাম্মদপুর থানাধীন লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে চায়ের দোকানে ধুমপান করছিলেন দুই তরুণী। তখন ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় গোলাম মোস্তাকিম রিন্টু তাদের প্রকাশ্যে ধূমপান করতে নিষেধ করলে তাদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে রিন্টু তরুণীদের সঙ্গে দুর্ব্যবহার করে এবং শারীরিকভাবে লাঞ্চনার চেষ্টা করে। এ ঘটনায় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আশেপাশের শতাধিক লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানার টহল টিম সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রেপ্তার রিন্টুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মুহাম্মদ তালেবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৫
এসসি/এএটি