ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

জাতীয়

বগুড়ায় আসামি ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ সদস্য আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৭, আগস্ট ১৫, ২০২৫
বগুড়ায় আসামি ধরতে গিয়ে হামলায় ৩ পুলিশ সদস্য আহত অভিযান

বগুড়া: বগুড়ায় চুরি মামলার এক আসামিকে ধরতে গিয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বগুড়া শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শাজাহানপুর থানার একটি চুরির মামলার তদন্তের অংশ হিসেবে জেলার চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় রনি (৩০) নামের এক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানটি পরিচালনা করেন এসআই স্বপন মিয়া। দলে ছিলেন এসআই ফজলুল হক, এএসআই হাসান আলী, এএসআই গোলাম কিবরিয়া এবং কয়েকজন কনস্টেবল।

রনিকে আটক করার পর স্থানীয় কিছু মাদক ব্যবসায়ী দলবদ্ধ হয়ে লাঠি, রড ও ধারালো অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এতে এএসআই হাসান আলী, কনস্টেবল মোদাসের হোসেন এবং কনস্টেবল সজীব হোসেন আহত হন।

পুলিশের দাবি, হামলার সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী শাপলা খাতুন বটি দিয়ে এএসআই হাসানকে কোপানোর চেষ্টা করেন। পরে কনস্টেবল মোদাসেরকে একইভাবে কোপাতে গেলে তিনি বাঁহাত দিয়ে ঠেকান এবং গুরুতর জখম হন-তার কনুইয়ের নিচে কেটে যায়। কনস্টেবল সজীবকে লোহার রড দিয়ে আঘাত করলে তার পিঠের বাঁ পাশে ফোলা জখম হয়।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার ওসি ও ডিবি ইনচার্জের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় রনি, শামীম (৬০), ইস্রাফিল হোসেন (৪০), কবির হোসেন (২৪), বেহুলা (৩৫) এবং রুবি বেগমকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, গ্রেপ্তাররা সকলেই মাদক ব্যবসায়ী।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
আমাদের দলের তিন সদস্য আহত হয়েছেন। হামলাকারীরা পুলিশের ওপর প্রাণঘাতী হামলার চেষ্টা করেছিল।  

স্থানীয়দের সহায়তায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের ধরতে অভিযান চলছে বলেও জানান এই কর্মকর্তা।  

এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।