ঢাকা, বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩১, ১৩ মার্চ ২০২৫, ১২ রমজান ১৪৪৬

জাতীয়

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
বেতন-বোনাসের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করেছেন শ্রমিকরা।  

বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেতন ও ঈদ বোনাসের দাবিতে স্বাধীন পোশাককারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।

 

পুলিশ ও এলাকাবাসী জানান, কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত স্বাধীন গার্মেন্টসের শ্রমিকরা চলতি মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা বাইমাইল এলাকায় কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ সময় প্রায় আধা ঘন্টা ওই মহাসড়কে সব যান চলাচল বন্ধ থাকে।  

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, শ্রমিকদের চলতি মাসের বেতন ও ঈদ বোনাস আগামী ২০ মার্চ দেওয়ার কথা। কিন্তু এর আগেই শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। তবে এ ঘটনায় মহাসড়কের প্রায় আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৫
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।