ঢাকা, বুধবার, ৫ চৈত্র ১৪৩১, ১৯ মার্চ ২০২৫, ১৮ রমজান ১৪৪৬

জাতীয়

সাভারে পিকআপ-দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
সাভারে পিকআপ-দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

সাভার (ঢাকা): ঢাকার সাভারে ডাকাতির প্রস্তুতিকালে অভিযান পরিচালনা করে আন্তজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ডাকাতিতে ব্যবহার করা দুটি পিকআপসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ৫ ডাকাত গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন। এর আগে গতকাল রাত ১টার দিকে সাভারের লালন সিএনজি স্টেশনের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-শরিয়তপুর জেলার শখিপুর থানার শখিপুর আনুসরকার কান্দি গ্রামের মৃত আ. আজিজ খাঁ'র ছেলে দুলাল খাঁ ওরফে ভুট্টু (৩৫), তার ভাই মনির খাঁ (৪০), পাবনা জেলার সাথিয়া গ্রামের ঘুগুদাহ গ্রামের আহাদ আলী প্রামানিকের ছেলে মো. মিলন প্রামানিক (৩২), শরিয়তপুর জেলার নোইরা থানার আটগ্রাম গ্রামের মৃত আ. মান্নানের ছেলে মো. ইব্রাহিম (২৯) ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কাঁচপুর ব্যান্ডি 'স' মিল এলাকার ফরিদ হোসেনের ছেলে হাসান ওরফে হোসেন (২৯)।

ডিবি পুলিশ জানায়, সাভারের ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে ডাকাতরা, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ, একটি রামদা, একটি লোহার হাতলের ছুরি, দুটি কাঠের তৈরি স্ট্যাম্প, ২০০ মার্বেল, দুটি গুলাইল ও তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত দুটি রড উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ তাদের সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।  

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি) জুয়েল মিয়া বলেন, গ্রেপ্তার ডাকাতদের অন্যান্য আসামির সঙ্গে আদালতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।