ঢাকা: মাঠ পর্যায়ে কাজ করা পুলিশের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (১৯ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা সভার পর এই নির্দেশনা দেন তিনি।
এর আগে ১৭ মার্চ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একটি সভায় অংশ নেন ড. মুহাম্মদ ইউনূস। সেদিন অনুষ্ঠানে কর্মকর্তারা তাদের সুবিধা ও অসুবিধার বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানান।
এসব সমস্যা সমাধানেই দ্রুত পদক্ষেপ নিতে নিদের্শনা দিলেন ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টার নির্দেশনাগুলো হলো-
• ঝুঁকিভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা
• পুলিশের জন্য নতুন ৩৬৪ টি পিকআপ এবং ১৪০ টি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নিতে হবে
• পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ ৭০ শতাংশের নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা
• ভাড়া করা ভবনে অবস্থিত ৬৫ টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা
• পুলিশের এসআই ও এএসআই র্যাংকের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করা
• জেলা পুলিশকে শ্রেণিভুক্ত করে যাদের পারফর্ম্যানস অপেক্ষাকৃত কম, তাদের কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে।
এছাড়া শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকেই উদ্যোগ নিতে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৫
এমইউএম/এসআইএস