ঢাকা, মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩১, ২৫ মার্চ ২০২৫, ২৪ রমজান ১৪৪৬

জাতীয়

যশোরে রাজস্ব কর্মকর্তা ও তার স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
যশোরে রাজস্ব কর্মকর্তা ও তার স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা

যশোর: যশোরে রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম ও তার স্ত্রী সানজিদা আক্তারের নামে দুদকের করা দুটি চার্জশিট আদালত গ্রহণ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২০ মার্চ) শুনানি শেষে যশোরের সিনিয়র স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) শেখ নাজমুল আলমের আদালতে চার্জশিট দুটি নেওয়া হয়।

রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম যশোর শহরের খড়কির শাহ আব্দুল করিম সড়কের ইউসুফ আলীর ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ সার্কেল কাস্টম, এক্সাইজ ও ভ্যাট অফিসে কর্মরত। তিনি স্ত্রী সানজিদা আক্তারকে নিয়ে ঢাকায় বসবাস করেন।

একই সঙ্গে বিচারক অভিযুক্ত দম্পতির নামে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেছেন।
 
মামলা সূত্রে জানা গেছে, জ্ঞাত আয় বহির্ভূত ১০ লাখ ৫৭ হাজার ৪৩১ টাকার সম্পদ অর্জন এবং দুদকে দাখিল করা তথ্য বিবরণীতে ২৪ লাখ ১৯ হাজার ৪৯৭ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগে রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলামের নামে ২০২৩ সালের ১১ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়ে মামলা হয়।
 
একই তারিখে তার স্ত্রী সানজিদা আক্তারের নামে জ্ঞাত আয় বহির্ভূত ৬৭ লাখ ৭৫ হাজার ৯৩৭ টাকার সম্পদ অর্জন এবং দুদকে দাখিল করা তথ্য বিবরণীতে ১৭ লাখ ৯৬ হাজার ৮৩৫ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করার অভিযোগে আর একটি মামলা হয়।

দ্বিতীয় মামলায় সানজিদা আক্তারকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলামকেও আসামি করা হয়। মামলা করেন দুদক যশোরের তৎকালীন উপ-পরিচালক আল-আমিন।

এরপর মামলা দুটির তদন্ত শেষে গত ১৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) শুনানি শেষে আদালতে চার্জশিট গৃহীত এবং রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম ও তার স্ত্রী সানজিদা আক্তারের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিচারক।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।