ঢাকা: আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে বিমসটেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক অনুষ্ঠানের জন্য ভারতকে কূটনৈতিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। গত বুধবার (১৮ মার্চ) এ চিঠি পাঠানো হয়।
সূত্র জানায়, থাইল্যান্ডের বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে উভয় নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠানের জন্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি’।
উল্লেখ্য, আগামী ২-৪ এপ্রিল থাইল্যান্ডে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে যোগ দিতে আগামী ৩ এপ্রিল ব্যাংকক যাবেন প্রধান উপদেষ্টা।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
টিআর/আরবি