রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুর থানার জামিরা পশ্চিমপাড়া গ্রাম থেকে ধর্ষণ মামলার আসামি মো. তুষারকে (২৪) আটক করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২০ মার্চ) গভীর রাতে র্যাব-৫ এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক তুষার রাজশাহীর বাঘা উপজেলার হাবাসপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। পাশের পুঠিয়া উপজেলার জামিরা পশ্চিমপাড়া গ্রামে তিনি আত্নগোপন করে ছিলেন।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে র্যাব-৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযানের কথা জানানো হয়েছে।
এতে বলা হয়েছে- গত ১৪ মার্চ তুষার ওই গ্রামের এক তরুণীর (২৪) বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী গত ১৮ মার্চ বাঘা থানায় ধর্ষণ মামলা করেন।
এ ঘটনার পর থেকেই তুষার পলাতক ছিলেন। তবে বৃহস্পতিবার পাশের উপজেলা থেকে গোপন তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরও জানায়, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তুষার ধর্ষণের কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ শুক্রবার (২১ মার্চ) সকালে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ তাকে ওই ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠাবে বলেও র্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এসএস/জেএইচ