ঢাকা: আন্তর্জাতিক গণমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশি জার্নালিস্টস ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম)-এর ফেলোরা আজ শুক্রবার (২১ মার্চ) এক ইফতার মাহফিলে মিলিত হয়েছেন।
রাজধানীর কারওয়ান বাজারের একটি রেস্তোরাঁয় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিজেআইএম-এর আহ্বায়ক স্যাম জাহানের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ রেদওয়ান আহমেদ। আরও উপস্থিত ছিলেন- দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার ইয়াসির আরাফাত, সমকালের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মাহফুজুর রহমান মানিক, দ্য রিপোর্ট ডট লাইভের মোজো রিপোর্টার গোলাম রাব্বানী, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার সবুজ মাহমুদ,বাংলানিউজ২৪.কমের লিড মাল্টিমিডিয়া রিপোর্টার মো. মিনহাজুল আবেদীন রিয়াজ চৌধুরী ও ডিজিটাল রিপোর্টার সাইমুন মুবিন পল্লব, সারা বাংলা ডট নেটের স্টাফ রিপোর্টার ফারহানা নীলা।
আরও উপস্থিত ছিলেন- দৈনিক কালবেলার নিজস্ব প্রতিবেদক আব্দুল্লাহ আল জোবায়ের ও বীর সাহাবী, বণিক বার্তার সহ-সম্পাদক মারিফুল হাসান, দৈনিক কালের কণ্ঠের সহ-সম্পাদক হেদায়েত উল্লাহ, নেত্র নিউজের রিপোর্টার মার্জিয়া হাশমী মুমু ও মিরাজ হোসাইন, সময় টিভির সহ-সম্পাদক রিমু সিদ্দিক, বাংলা ট্রিবিউনের সিনিয়র ফটো জার্নালিস্ট সাজ্জাদ হোসেন, ফ্রিল্যান্স রিপোর্টার স্টেফান উত্তম ও মনিরুজ্জামান মনির এবং বিজেআইএম-এর স্বেচ্ছাসেবক শফিকুল সুমন।
প্রসঙ্গত, ২০২২ সালে বিজেআইএম সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র অধিকার বিষয়ক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটি এখন পর্যন্ত ৭০টির বেশি শক্তিশালী ও কার্যকর প্রেস বিবৃতি দিয়েছে, যা দমন-পীড়ন এবং সাংবাদিকতার অসদাচরণের বিরুদ্ধে কথা বলেছে। এমনকি বিগত কঠিন একনায়কতান্ত্রিক আমলেও তা চলমান ছিল।
বিজেআইএম-এর সদস্যরা এএফপি, আলজাজিরা, রয়টার্স, নিউ ইয়র্ক টাইমস, দ্য গার্ডিয়ান, ইপিএ, বেনারনিউজ, ইরাওয়াদ্দি, আনাদোলু, টিআরটি, সিএনএন, দ্য ইকোনমিস্ট, মঙ্গাবে, দ্য থার্ড পোল, আরব নিউজ, এসওপিএ, চায়না ডেইলি, ন্যাশনাল জিওগ্রাফিক, ব্লুমবার্গ, আরএসএফ, ফ্রান্স ২৪, ম্যাট্রিক্স ইমেজ, নেত্র নিউজসহ বহু আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেন।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এসএএইচ