ঢাকা, রবিবার, ৯ চৈত্র ১৪৩১, ২৩ মার্চ ২০২৫, ২২ রমজান ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বঙ্গবাজার সংলগ্ন সরকারি কর্মচারী হাসপাতালের সামনের রাস্তায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।

তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে।

শনিবার (২২ মার্চ) বিকেল পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।  

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারি কর্মচারী হাসপাতালের সামনে একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। তখন এক রিকশাচালক তাকে রিকশায় করে কর্মচারী হাসপাতালে নিয়ে যান। পরে হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মাহমুদ হাসান জানান, ওই ব্যক্তির পরনে কালো টি শার্ট ও নেভি ব্লু প্যান্ট ছিল। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের মাধ্যমে তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।