ঢাকা, সোমবার, ৯ চৈত্র ১৪৩১, ২৪ মার্চ ২০২৫, ২৩ রমজান ১৪৪৬

জাতীয়

জুলাই গণ-অভ্যুত্থানের আহত-শহীদদের স্মরণে দোয়া ও ইফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানের আহত-শহীদদের স্মরণে দোয়া ও ইফতার ইফতার মাহফিলে বক্তব্য দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের আহত ও শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল যেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছিল।  

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রাজধানীর 
আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসি) বসুন্ধরা ১ নম্বর হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা বলেন, আমরা যদি জুলাইয়ের দিকে তাকাই- জুলাই সবাইকে এক জায়গায় নিয়ে এসেছিল। সব মত-পথ ও বিভেদ ভুলে আমরা  একটি জায়গায় এসেছিলাম, আমরা আর এই দেশে শেখ হাসিনাকে চাই না।

কিন্তু গত সাত মাসে আমরা পরস্পর যত বিভক্ত হয়েছি, শেখ হাসিনা ও আওয়ামী লীগের পুনরায় ফেরত আসার পথ দৃঢ় হয়েছে। আশা করি জুলাই মাসে আমরা ছাত্ররা যেভাবে একত্রিত হয়েছিলাম এই ইউনিটি  কোনোভাবেই যেন ভেঙে না যায়।  

তিনি আরও বলেন, বাংলাদেশের ঢাকা থেকে চট্টগ্রাম, টেকনাফ থেকে তেঁতুলিয়া সব ছাত্ররা আমরা এক জায়গায় থাকবো। আওয়ামী লীগকে কোনোভাবেই আর বাংলাদেশে পুনর্বাসন হতে   দেওয়া যাবে না। এই ওয়াদা আমাদের শহীদদের কাছে। আমাদের এই জেনারেশন সারা পৃথিবীকে নতুন একটি স্বপ্ন দেখিয়েছে। বাংলাদেশকে আমরা কখনো ফেইলর দেখতে চাই না।  

অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এম জে এইচ মঞ্জুর সভাপতিত্বে অনেক গণ্যমান্য ব্যক্তি ও ছাত্ররা উপস্থিত ছিলেন।  

পরে ইফতার মাহফিল শেষে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তাদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।  

বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৫
এমএমআই/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।