চুয়াডাঙ্গা: মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। যা ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার (২৮ মার্চ) দুপুর ৩টায় চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে। এসময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮ শতাংশ।
এদিন সকাল থেকেই রোদের তীব্র প্রখরতায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। তাপের সঙ্গে বাতাসে বয়ে যাচ্ছে আগুনের হল্কা। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যারাও বের হয়েছেন তারাও অল্পতেই অতিষ্ঠ হয়ে পড়ছেন। সব থেকে বেশি কষ্টে পড়েছেন রোজাদাররা।
চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকার ব্যাটারিচালিত ইজিবাইকচালক ইলিয়াস আলী বলেন, এমনিতে ছুটির দিন, তার ওপর প্রচণ্ড গরম। রাস্তাঘাটে একেবারেই লোকজন নেই। রাস্তায় ঘুরে ঘুরেও কোনো যাত্রী পাওয়া যাচ্ছে না। তীব্র গরমে নিজেও ক্লান্ত হয়ে পড়েছি।
করন হোসেন নামে ফুটপাতের এক ফল ব্যবসায়ী বলেন, এতটাই গরম লাগছে যে মনে হচ্ছে আগুনের তাপ। গরম বাতাসে কোথাও স্বস্তি নেই। রাস্তাঘাট উত্তপ্ত হয়ে আছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমেরও সর্বোচ্চ। তাপমাত্রা আগামী কিছুদিনে আরও বাড়তে পারে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৫
এসআরএস