ঢাকা, মঙ্গলবার, ১৮ চৈত্র ১৪৩১, ০১ এপ্রিল ২০২৫, ০২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

কালিহাতীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
কালিহাতীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার পৌলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তাদের ছেলে।

শনিবার (২৯ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা মো. শরিফ স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে স্বামী-স্ত্রী তাদের ছেলেকে নিয়ে পৌলী এলাকায় মহাসড়কের সার্ভিস লেন পার হচ্ছিলেন। এ সময় উত্তরবঙ্গগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী নিহত হন। এ সময় আহত হন তার স্বামী ও ছেলে। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।