ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক ফাঁকা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক ফাঁকা 

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক এখন ফাঁকা। গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে।

 এর বিপরীতে গতকাল শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত মহাসড়কে যানজটে পড়ে ভোগান্তি শিকার হন অঞ্চলের মানুষ। দুপুরের পর থেকে উত্তরের পথ ফাঁকা হতে শুরু করে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে।  

এর মধ্যে উত্তরবঙ্গগামী ২৯ হাজার ২৮৮ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৯০ লাখ ৪৫ হাজার ৭৫০টাকা।

অপরদিকে ঢাকাগামী ১৬ হাজার ১৯০টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীত টোল আদায় ১ কোটি ৩১ লাখ ১৮ হাজার ৮৫০ টাকা।

যযুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, ঘরমুখো মানুষের ঈদযাত্রা স্বস্তির হচ্ছে। গতকাল মধ্যরাত থেকে যানজট থাকে সকাল পর্যন্ত। সেতুর ওপর যানবাহন বিকল হওয়াতে এই যানজটের সৃষ্টি হয়।  

তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহন স্বাভাবিকভাবে চলাচল শুরু করে। তিনি আরো বলেন, এবারের ঈদ যাত্রা মানুষ স্বস্তিতে গন্তব্য পৌঁছাতে পারছে বলে মনে করেন। এছাড়াও বিকেল হলে উত্তরের পথ এখন ফাঁকা রয়েছে।  

তিনি আরো বলেন, ঈদযাত্রায় যমুনা সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুইপাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে। সেতুর ওপর দিয়ে সার্বক্ষণিক যানবাহনের চলাচলের চেষ্টা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ