নারায়ণগঞ্জ: ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়ে ঈদ কার্ডের প্রচলন এখন আর নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ও ঈদ কার্ডের আদলে ডিজিটাল ছবি দিয়ে শুভেচ্ছা বিনিময় করছে মানুষ।
১০-১৫ বছর আগেও ঈদের সময় শহর-গঞ্জের মোড়ে মোড়ে দেখা মিলত ঈদের কার্ডের অস্থায়ী দোকানের। এসব দোকানে বাহারি রকমের কার্ড বিক্রি হতো।
ঈদ এলেই মানুষ আত্মীয়-স্বজন ও বন্ধুদের জন্য এসব ঈদ কার্ড ক্রয় করতো। নাম লিখে ঈদের আগে প্রিয়জনকে ঈদের কার্ড দিয়ে শুভেচ্ছা জানাতো অনেকেই। তবে এখন সেই প্রচলন আর নেই।
বর্তমানে প্রযুক্তির উন্নয়নের ফলে এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই ঈদের শুভেচ্ছা বিনিময় হয়। অনেকে আবার ঈদ কার্ডের আদলে ফটোশপের মাধ্যমে ডিজিটাল কার্ড তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে থাকেন।
এ বিষয়ে স্মৃতিচারণ করতে গিয়ে নারায়ণগঞ্জের বাসিন্দা তাজিব হাসান বলেন, স্কুলে থাকতে আমরা ঈদ এলেই শুভেচ্ছা কার্ড কিনতাম। কার্ডের দোকানে সেসময় ভিড় হতো। বেছে বেছে পছন্দের কার্ড কিনতাম। প্রিয়জনদের মধ্যে সেগুলো বিলি করতাম। তবে এখন আর সেসব নেই। সব এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপে চলে।
বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মার্চ ৩০, ২০২৫
এমআরপি/এইচএ/