ঢাকা, বুধবার, ১৯ চৈত্র ১৪৩১, ০২ এপ্রিল ২০২৫, ০৩ শাওয়াল ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আহত ২০ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, এপ্রিল ১, ২০২৫
গোপালগঞ্জে জমি নিয়ে সংঘর্ষ, আহত ২০ 

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ফকির বংশের দুই গ্রু‌পের মধ্যে সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯টার দি‌কে কোটালীপাড়া উপজেলার বর্ষাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আহতদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টার দিকে বাড়ির পাশের একটি জমিতে মাছের ঘের কাটতে যায় সিরাজ ফকির। এতে বাধা দেয় একই বংশের চাচাতো ভাই গাউস ফকির। এ নিয়ে উভয়ের মধ্যে প্রথমে কথা কাটাকাটির ঘটনা ঘটে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হলে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এর মধ্যে ১২ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতা ভর্তি করা হয়েছে। পরে এরমধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়েছে।  

এ ব্যাপারে কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমিতে ঘের কাটাকে কেন্দ্রে এ সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।