সাতক্ষীরার আশাশুনি উপজেলার খোলপেটুয়া নদীতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার (২ এপ্রিল) উপজেলার আনুলিয়া ইউনিয়নের ভাঙনকবলিত এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন আলোর পথ'র আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুন্নবীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- সাধারণ সম্পাদক মাহবুব বিল্লাহ, শিক্ষা বিষয়ক সম্পাদক রমজান আলী, উপদেষ্টা শাহাবুদ্দিন হোসেন, মোহাম্মদ বাকী বিল্লাহ, কবি ও সাহিত্যিক হেলাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দেলোয়ার হোসাইন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আনুলিয়াবাসীর ঈদের আনন্দ ভাঙনে ভেসে গেছে। মানুষ ঘর-বাড়ি, ফসলের ক্ষেত, মাছের ঘের সবকিছুই হারিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছে। এ যেন অস্তিত্ব রক্ষার সংগ্রাম। এই নদীই আমাদের প্রাণ। কিন্তু অসাধুরা ইচ্ছাকৃতভাবে বেড়িবাঁধ ভাঙার সুযোগ সৃষ্টি করে, যাতে তারা ত্রাণের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে পারে।
তারা বলেন, খোলপেটুয়া নদীতে জরুরি ভিত্তিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, বাজেটের সিটিজেন চার্টার দিতে হবে।
প্রসঙ্গত, ঈদের দিন বেলা সাড়ে ১১টার দিকে আনুলিয়ার বিছটে খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে অন্তত ১০টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এর পর প্রায় ৬০ ঘণ্টা অতিবাহিত হলেও এখনো সেখানে রিং বাঁধ দেওয়া সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
আরএ