ঢাকা: মাদারীপুরের হত্যা মামলার আসামি আল আমিনকে (২৮) ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আসামি আল আমিনের বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনসহ মোট ১৮টি মামলা রয়েছে।
বুধবার (২ এপ্রিল) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২৩ মার্চ রাতে ভিকটিম সাকিল মুন্সী (৩৫) তার বাড়ির পেছনে প্রতিবেশী পলাশের জমিতে গেলে পূর্ব-শত্রুতার জের ধরে আসামি আল আমিন হাওলাদারসহ (২৮) অন্য আসামিরা দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেন। পরে ভিকটিমকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের ভাই হাসান মুন্সী (৪৫) বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা করেন। মামলার বিষয়টি জানতে পারে ঘটনায় জড়িত আসামিরা আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে র্যাব-১০ এর সহযোগিতা চায়।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাঘৈর এলাকা থেকে হত্যা মামলার এজাহারনামীয় আসামি আল আমিন হাওলাদারক গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরকদ্রব্য আইনসহ মাদারীপুর সদর থানায় মোট ১৮টি মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেন জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এমএমআই/এএটি