যশোর: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আব্দুল কাদের বাবুল (৬০) নামে একজন বাংলাদেশি নিহত হয়েছেন।
তিনি যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার এবং কোদলাপাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
বুধবার (২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর একটার দিকে মালয়েশিয়ার সেরেমবান শহরের একটি রাস্তার পাশে ঘাস কাটছিলেন আব্দুল কাদের বাবলু। এ সময় একটি যানবাহনের ধাক্কায় তিনি নিহত হন।
নিহতের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, আব্দুল কাদের বাবুল ইউপি মেম্বার থাকাকালীন ২০১৫ সালে জীবিকার তাগিদে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন।
আব্দুল কাদের বাবুলের একজন প্রতিবেশী জানান, ওই দুর্ঘটনায় ভারতীয় একজন নাগরিকও নিহত হয়েছেন।
বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
জেএইচ