ঢাকা, শুক্রবার, ২০ চৈত্র ১৪৩১, ০৪ এপ্রিল ২০২৫, ০৫ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বড়লেখায় টিলা কেটে পুকুর ভরাট করায় জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৫
বড়লেখায় টিলা কেটে পুকুর ভরাট করায় জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখায় টিলা কেটে পুকুর ভরাট করায় নিজাম উদ্দিন নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার।

জানা গেছে, উপজেলা পরিষদ সংলগ্ন মুড়িরগুল মৌজার এক নম্বর খতিয়ানভুক্ত (সরকারি ভূমি) ৯১১ নম্বর দাগের ১৯ শতাংশ পুকুর শ্রেণির ভূমিতে সরকারি পুকুর রয়েছে। নিজাম উদ্দিন একসেভেটর দিয়ে অবৈধভাবে পাশের টিলা কেটে পুকুর ভরাট করছিলেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, টিলা কেটে সরকারি পুকুর ভরাটকালে নিজাম উদ্দিনকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬খ ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বাংলাদেশ সময়: ০৮৩৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০২৫
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।