ঢাকা: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এবারের রোজার ঈদে পার্বত্য চট্টগ্রামে যে পরিমাণ ট্যুরিস্ট এসেছেন তাদের সেবা দিতে জেলা প্রশাসনকে স্টেডিয়াম খালি করে দিতে হয়েছে। দেশি-বিদেশি পর্যটকদের পার্বত্য চট্টগ্রাম এখন মূল আকর্ষণ।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের উদ্যোক্তাদের প্রয়োজন ট্যুরিস্টদের সেবা দানের দিকে মনোনিবেশ করা।
রোববার (৬ এপ্রিল) বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে বান্দরবান জেলার উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, উদ্যোক্তাদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি করা আর তাদের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে হবে।
উপদেষ্টা তরুণ প্রজন্মকে আহ্বান জানিয়ে বলেন, নিজের ভাগ্য উন্নয়নে পরনির্ভরশীলতা ছেড়ে উদ্যোক্তা হিসেবে কাজ করে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ ও উন্নত পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় সভায় উদ্যোক্তারা পার্বত্য এলাকায় যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা ও সহজ শর্তে ব্যাংক লোন পেতে সরকারের কাছে আহ্বান জানান।
উপদেষ্টা এ প্রসঙ্গে বলেন, এ গ্রীষ্মকালে এখন পর্যন্ত দেশে কোনো বিদ্যুতের ঘাটতি দেখা যায়নি। দেশের মানুষ এবারের রোজাটা খুব ভালোভাবে করতে পেরেছেন। আমরা পার্বত্য অঞ্চলের প্রতিজনের নিরাপত্তা বিধান করতে চাই। আমরা প্রত্যেককে নিরাপত্তা দিয়ে যেতে চাই। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো সাধারণ জনগণের জীবনমান উন্নয়নে কাজ করা। আমাদের সমাজের সবাইকে নিয়ে চিন্তা করতে হবে, কে কোন জাতি তা মুখ্য নয়, সবাই মানুষ আর মানুষের জন্য আমাদের কাজ করতে হবে।
তিনি সমাজের সর্বস্তরে উন্নয়ন পৌঁছে দেওয়া এবং সবার মানসম্মত জীবনধারণ ও সঠিকভাবে মৌলিক চাহিদাগুলো পূরণে সহায়ক ভূমিকা রাখতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার (এসপি) শহিদুল্লাহ কাওছার প্রমুখ।
বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৫
এসকে/আরআইএস