খেলাধুলার মাধ্যমে কিশোরীদের মানসিক ও শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি তাদের নেতৃত্ব ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর কড়াইল টিএনটি মাঠে ফুটবল, কাবাডি এবং আত্মরক্ষা কৌশল প্রশিক্ষণের ফাইনাল ডে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিসেফের সার্বিক সহযোগিতায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নেতৃত্বে এ আয়োজনের বাস্তবায়ন করেছে সুবর্ণরেখা লিমিটেড।
১৩ থেকে ১৬ বছর বয়সী কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত স্কুলপড়ুয়া কিশোরীরা গত ৭ আগস্ট থেকে দুইজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে ফুটবল, কাবাডি এবং আত্মরক্ষার কৌশল শিখেছে। ফাইনাল খেলায় ফুটবল প্রতিযোগিতায় ‘মৌমাছি’ দল এবং কাবাডি প্রতিযোগিতায় ‘শাপলা’ দল বিজয়ী হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিসেফ শিশু সুরক্ষা শাখার ব্যবস্থাপক এলিসা কল্পনা, শিশু সুরক্ষা বিশেষজ্ঞ মনিরা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক এস আই ফেরদৌস আলম, হিসাবরক্ষক জহিরুল হক জনি এবং সুবর্ণরেখা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন।
ইউনিসেফ শিশু সুরক্ষা শাখার ব্যবস্থাপক এলিসা কল্পনা বলেন, “খেলাধুলা শুধু শারীরিক সক্ষমতা নয়, বরং নেতৃত্ব, আত্মবিশ্বাস এবং সহমর্মিতার শিক্ষা দেয়। আজকের এই উদ্যোগ কিশোরীদের জন্য এক অনন্য উদাহরণ। ”
শিশু সুরক্ষা বিশেষজ্ঞ মনিরা হাসান বলেন, “আমরা চাই প্রতিটি কিশোরী খেলাধুলার মাধ্যমে নিজের ভেতরের সম্ভাবনাগুলো খুঁজে পাক এবং আত্মবিশ্বাসী হয়ে উঠুক। ”
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী পরিচালক এস আই ফেরদৌস আলম বলেন, “মন্ত্রণালয় সবসময়ই কিশোরীদের উন্নয়ন ও ক্ষমতায়নের জন্য কাজ করছে। স্পোর্টস ফর ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এই ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। ”
ইউনিসেফ চাইল্ড প্রটেকশন সেকশন জানায়, খেলাধুলা কিশোরীদের নেতৃত্ব শেখায়, সহমর্মিতা ও বন্ধুত্বপূর্ণ মূল্যবোধ গড়ে তোলে এবং তাদের ক্ষমতায়নকে সমৃদ্ধ করে।
এমজেএফ