ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

গাজায় গণহত্যার প্রতিবাদে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, এপ্রিল ৭, ২০২৫
গাজায় গণহত্যার প্রতিবাদে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ

ঢাকা: গাজায় ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার (৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

বিক্ষোভ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে অংশগ্রহণ করতে দেখা গেছে।

বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে এ সময় ‘ইসরায়েল তুই জঙ্গি, আমেরিকা তোর সঙ্গী’ ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ফ্রি ফিলিস্তিন’, ‘সেভ ফিলিস্তিন’, নারায়ে তাকবির আল্লাহু আকবার’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এছাড়াও বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড প্রদর্শন করেন।

এ বিক্ষোভ কর্মসূচি থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে ইসরায়েলের বিভিন্ন পণ্য বর্জনের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৫
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ