ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, এপ্রিল ৯, ২০২৫
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় কামরুল হাসান জীবন (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

 

বুধবার (৯ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটে। কামরুল হাসান জীবন টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে।  

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল ইসলাম জানান, দত্তপাড়া এলাকায় দুর্বৃত্তরা কামরুল হাসানকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা গিয়ে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে নেওয়ার পর তার মৃত্যু হয়।

তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে কামরুল হাসানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কামরুল হাসানের নামে চারটি মাদক মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৫
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।