ঢাকা, মঙ্গলবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

জাতীয়

সারাদেশ নড়ে উঠলো ভূমিকম্পে!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২১, এপ্রিল ১১, ২০২৫
সারাদেশ নড়ে উঠলো ভূমিকম্পে! সম্প্রতি প্রতিবেশী দেশ মিয়ানমারে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। প্রতিকী ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (১১ এপ্রিল) বিকেল ৪টা ৫২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, এটি হালকা ভূমিকম্প। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.০। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-বাংলাদেশ সীমান্তে।

গোলাম মোস্তফা আরও জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে ১০৫ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্ব দিকে।

তবে ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল বাংলাদেশের কুমিল্লা শহর থেকে প্রায় ৬৮ কিলোমিটার উত্তর ও ভারতের আগরতলা শহর থেকে ২৬ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ভূমিকম্পের পর ফায়ার সার্ভিস ও অন্যান্য জরুরি সেবা দেওয়াকারী সংস্থাগুলো সতর্ক অবস্থায় রয়েছে। তবে সারাদেশ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের সময় অনেকে টের পাননি। এর ফলে আতঙ্ক ছড়িয়েছে কম। যারা বুঝতে পেরেছেন, তাদের অনেকেই দৌঁড়ে বাড়িঘর থেকে বেরিয়ে যান নিরাপদ জায়গায়।

গত ২৮ মার্চ প্রতিবেশী দেশ মিয়ানমারে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। ওইদিন প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৭। পরে ১২ মিনিটের ব্যবধানে আরেকটি ভূমিকম্প হয়, যার মাত্রা ছিল ৬ দশমিক ৪। শক্তিশালী ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়ের সাগাইং শহরের কাছাকাছি। ওই ভূমিকম্পে মিয়ানমারে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ