ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

শিল্পকলায় চৈত্র সংক্রান্তি উৎসব শুরু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৮, এপ্রিল ১৩, ২০২৫
শিল্পকলায় চৈত্র সংক্রান্তি উৎসব শুরু

ঢাকা: বাংলা নববর্ষ ১৪৩২ কে বরণ করে নিতে এবং চৈত্র মাসের শেষ দিনটিকে উদযাপন করতে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শুরু হয়েছে দুই দিনব্যাপী 'বাংলার উৎসব ১৪৩২: চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন'।

রবিবার (১৩ এপ্রিল) শিল্প কলা একাডেমির মুক্তমঞ্চে এই আনন্দঘন উৎসবের উদ্বোধন করা হয়।

উদ্ভোদনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার।  

পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।  

উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীতসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ছিল। শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে। অনুষ্ঠানের শুরুতে বাউল গান এবং ঐতিহ্যবাহী বাংলা গান পরিবেশিত হয় যা আগত দর্শকদের মাঝে এক ভিন্ন আমেজ সৃষ্টি করে।

এছাড়াও, চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন হস্তশিল্পের স্টল উৎসবে যোগ করেছে ভিন্ন মাত্রা। বিভিন্ন ধরনের মুখরোচক বাঙালি খাবারও পাওয়া যাচ্ছে মেলায়।

উল্লেখ্য, চৈত্র সংক্রান্তি বাঙালির লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি মূলত পুরনো বছরকে বিদায় জানানো এবং নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব হিসেবে পালিত হয়। এই উৎসবে বিভিন্ন ধরনের লোকজ আচার-অনুষ্ঠান ও মেলা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা এপ্রিল ১৩, ২০২৫
ইএসএস/এমএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।