বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জায়মা রহমানের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে একাধিক ভুয়া আইডি, পেজ ও গ্রুপ তৈরি করা হয়েছে। জায়মা ও তার পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে খোলা এসব অ্যাকাউন্ট বাংলা এবং ইংরেজিতে খুঁজলেই পাওয়া যায়।
বিভিন্ন ধরনের কনটেন্ট শেয়ার করা হচ্ছে ভুয়া এসব অ্যাকাউন্টে। কেউ রাজনৈতিক বিষয়ে পোস্ট করছেন, কেউ আপডেট দিচ্ছেন চলমান ঘটনাপ্রবাহ সম্পর্কে, আবার কেউ রিলস ও ভিডিও পোস্ট করছেন।
এসব পোস্টে সাধারণ ব্যবহারকারীরা মন্তব্য করছেন, কেউ সমর্থন জানাচ্ছেন, আবার কেউ বিভ্রান্ত হচ্ছেন।
বিএনপির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে— জায়মা রহমান বর্তমানে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় নন। তার ব্যক্তিগত বা অফিশিয়াল কোনো অ্যাকাউন্ট কোনো প্ল্যাটফর্মেই নেই। তার নামে তৈরি এসব পেজ ও আইডির সঙ্গে যুক্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক করেছে দলটি।
খোঁজ নিয়ে দেখা যায়, ফেসবুকে ‘জাইমা রহমান’, ‘ব্যারিস্টার জাইমা রহমান’, ‘জাইমা রহমান সমর্থক গোষ্ঠী’—এমন বিভিন্ন নামে একাধিক পেজ ও গ্রুপ সক্রিয় রয়েছে। এসব পেজে নিয়মিত রাজনৈতিক বিষয়সহ নানা ধরনের কনটেন্ট শেয়ার করা হচ্ছে, যেখানে ব্যবহারকারীরা সক্রিয়ভাবে মতামত দিচ্ছেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, জায়মা রহমানের নামে ফেসবুকে যেসব আইডি ও পেজ চালু রয়েছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া। এসব অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে শুধু জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া আইডি তৈরি করার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এসব আইডি ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো, বিভ্রান্তি সৃষ্টি এবং জনমত প্রভাবিত করার চেষ্টা করা হতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০২৫
নিউজ ডেস্ক