ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বসুন্ধরা সিটিতে জমজমাট বৈশাখী মেলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৭, এপ্রিল ১৪, ২০২৫
বসুন্ধরা সিটিতে জমজমাট বৈশাখী মেলা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ফ্ল্যাশ মব | ছবি: ডিএইচ বাদল

ঢাকা: বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে ঢাক-ঢোলের তালে, শৈশবের বায়োস্কোপের আনন্দ আর রং-তুলির আঁচড়ে বসুন্ধরা সিটি শপিংমলে জমজমাট হয়ে উঠেছে বৈশাখী মেলা।

সোমবার (১৪ এপ্রিল) সকাল থেকে দর্শনার্থীরা বসুন্ধরা সিটিতে আসতে শুরু করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আবালবৃদ্ধবনিতার মিলনমেলায় পরিণত হয়।

হাওয়াই মিঠাই, রঙিন চুড়ি, নানা রঙের ফুল, দেশি-বিদেশি আধুনিক ফ্যাশনের পোশাক সাথে বাঙালি ঐতিহ্যের অভূতপূর্ব মেলবন্ধন ঘটেছে বসুন্ধরা সিটি শপিংমলে।

মিরপুর থেকে রেজাউল করিম সপরিবার ঘুরতে এসেছেন বসুন্ধরা সিটির বৈশাখী মেলায়। বাংলানিউজকে তিনি বলেন, পরিবার নিয়ে এসে ভালো লাগছে। সন্তান বায়োস্কোপ কী জানতো না, আজ তাকে বায়োস্কোপ দেখালাম। শুধু তাই নয়, গরমের মধ্যে এরকম আয়োজনের জন্য বসুন্ধরা গ্রুপকে ধন্যবাদ জানাই। তারা যেন এই আয়োজনটা প্রতিবছর আরও ব্যাপকভাবে রাখে।

মেলা ও উৎসবকে রাঙিয়ে তুলতে অংশ নিয়েছে দেশি-বিদেশি সেরা ফ্যাশন ব্র্যান্ড। ফ্যাশন হাউজগুলো দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে বিভিন্ন পণ্যের ওপর দিচ্ছে বিশেষ ছাড়।

মেলায় ঘুরতে এসে নানা পণ্যের ওপর ছাড় পেয়ে দারুণ খুশি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল আমিন। তিনি বলেন, মেলা ঘুরে ভালো লাগছে। তিনটি পোলো শার্ট এক হাজার টাকায় কিনলাম। অন্য সময়ে এত কম দামে কেনা সম্ভব হতে না।



এদিকে প্রথমবারের মতো বসুন্ধরা সিটি শপিংমলে বৈশাখের ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে অনেক ধরনের দেশি ও সুস্বাদু খাবারের আয়োজন করেছে, যা বসুন্ধরা সিটি শপিংমলের লেভেল আটের তিনটি স্টলে পাওয়া যাচ্ছে।  

এবারের মেলায় রয়েছে—বায়োস্কপ, হাওয়াই মিঠাই, চুড়ির মেলা, ফুল, দেশি-বিদেশি ফ্যাশন ব্র্যান্ড শপ-বিটু, ইনফিনিটি মেগা মল, শিশু পরিবহন, লাইভ শপিং, ভোগ বাই প্রিন্স এবং স্পাশ। লেভেল-৮-এ চড়ুই ভাতির আড্ডা, পিঠাপুলির আসর ও শরবতের হাঁড়ি খাবারের স্টলে আছে পান্তা ইলিশ, ইলিশ পোলাও, ইলিশ খিচুড়ি, রূপচাঁদা ফ্রাই, বগুড়ার দই, চার রকমের ভর্তা ও পিঠা—পাটিসাপটা, নলডা, মালমোয়া, নিমকি, চিনি ও গুড়ের মুড়ালি, কদমা/তিলা, চিনির হাতি-ঘোড়া, মুড়ির মোয়া, নাড়ু, জুস, কুষ্টিয়ার কুলফি এবং ঢোল ও চুলির সাথে ক্লাসিক্যাল ফ্ল্যাশ মব।

রোববার (১৩ এপ্রিল) বৈশাখী মেলা ও উৎসবের উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপ বিসিডিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা। এ সময় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২৫
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।